স্টোর-রুমে পড়ে আছে মুখ-খোলা খাম,
আকাশ পাড়াটা চুপ; বৃষ্টির তল্লাশে,-
শহুরে বসন্ত আসে; - ছাদের কার্নিশে,
প্রাণহীন এ নগরে - কী তোমার দাম?(!)
হারানো ইশতিহারে কাব্য শিরোনাম;
কালির দোয়াত পড়ে কবির নিরাশে;
খোলা চুল ওড়েনি তো! আলতো বাতাসে!
সময়ের ভিড়ে শুধু; - তুমি বদনাম!

হ্যালোজেনে উবে যায় জোছনার রাত;
শীতাতপে বাধা পায় দুপুরের তাপ;
বৃথা উঠে ডুবে যায় রাত-জাগা শশী।
যে কথা মনের কোণে মাখে অজুহাত;
ফেকাশে সুখের গায়ে সাদা-কালো ছাপ-
সেথা ওগো বিনোদিনী; বাজাইওনা বাঁশি।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)