এখানে পিঙ্গল দুর্ব্বা, রোদে শুষ্ক কলি,
রক্তের গালিচা পাতা পায়ের তলায়-
পরিত্যক্ত করোটিকা পাশে পড়ে রয়,
মাতৃজঠরেই চলে শাবকের বলি।
মাড়িয়ে সবুজ পথে ভোরের শেফালি-
এ অরণ্যে আর্তনাদ কেবল হারায়!
হাঁটি রোজ সভ্যতার এ অসভ্যতায়,
উন্মত্ত আনন্দে মেতে দেই করতালি।

যেখানে মানুষ, তবু মানুষ বোঝে না,
পাশবিকে মেতে ওঠা আমোদের জন্য।
ভূলুণ্ঠিত সে সমাজ, মূর্ছিত চেতনা,
বিনাশেই অর্ঘ্য দানে রচনার দৈন্য!
অচৈতন্যে করে চলি পামরোপাসনা,
আমরাই ফুৎকারিব শিঙ্গা, মোরা বন্য।





শব্দ ব্যাখ্যা:
শিঙ্গা > যে বাঁশি বেজে উঠলে প্রলয়/কেয়ামত সংঘটিত হবে

( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )