পার হয়ে নোনা জল, শত-বীচি-দোলা!-
দিশাহারা নাবিকের চোখের সুদূরে,-
থেকে থেকে জ্বলে ওঠা দীপ্ত বাতিঘরে-
মেলে ধরে পেছনের হাজার অবেলা।
কখনো মরুর বুকে তৃষ্ণায় উতলা,-
বেদুইন চোখে পাওয়া জলের সম্ভারে,-
তুলে নেয় কিছু তার মশকটা ভরে,
নব রাগে শুরু হয় পুনরায় চলা।

এমনি সময় কিছু, অথবা নিমেষ,
সহসা নাড়িয়ে যায় রুদ্ধ দ্বারে কড়া,
গোপনে স্বপন করে অঙ্কুর উন্মেষ-
কিছু তার ভেসে চলে, পায় না কিনারা,
কিছু এসে তট-ভূমে রাখে অবশেষ!
থামেনা নদীর বুকে - প্রবাহের ধারা।


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)