তুষার চাদরে মোড়া শুভ্র হিমালয়,
পাহাড়ের গায়ে গায়ে মেঘের বিভাসা।
পাথরের খাঁজ থেকে সবুজের ভাষা-
রঙে রঙে আঁকে এক চিত্র মোহময়।
মনে হয় শুরু থেকে প্রাচীন সময়
থেমে আছে, অপ্সরীর প্রাণের পিপাসা
সমস্ত মিটিয়ে দেয় ফেনিল বিপাশা,-
দূর থেকে দেখা এক অপার বিস্ময়!
কাছেই সময় গড়ে ধুলায় ধূসর
অকরুণ রুক্ষতায় জীবনের মানে;
হরিদ্রা দূর্বার দল ওঠে ফলে ফলে
ঘামের ফোটার সাথে জীবিকার টানে।
সে অপ্সরী কাছে পাওয়া পিয়াসি ঋষির
এক বিফল সাধনা- বিবর্ণ গুলালে।
শব্দ ব্যাখ্যাঃ
বিপাশা- পাঞ্জাবের একটি নদীর নাম (বিচ>বিয়াস>বিপাশা)
গুলাল - আবির (হিন্দি শব্দ গুলাল)