কালের আগুনে পুড়ে ছাই হওয়া সবুজের কালি-
গায়ে মেখে, পৃথিবীটা ডুবে যায় বিষের সাগরে।
তিলে-তিলে ক্ষয় হওয়া অনন্বিত আদিম জঠরে,-
লালায়িত সর্বগ্রাসী দানবের জন্ম দিয়ে চলি!
বখাটে বাতাসে মিশে যৌবনের নব পদাবলী-
নগ্ন শ্লীলতার শব,- দেখা-দেখি আঁধার কুহরে।
আততায়ী জলবায়ু, দুরাচারী বিরূপ প্রান্তরে,-
পড়ে রবে নতজানু- স্বপ্নাবিষ্ট রাত জাগা কলি।

যে শিশুটি এলো আজ, শিখে নেবে প্রথম খেলায়,-
আরণ্যক তামাশায় সজাতি বিনাশী মহোল্লাস,
শিখবে- কেমন করে- অখণ্ডতা খণ্ড করা যায়।
যেখানে তপন তাপ ঢেকে যায় তীব্র কুয়াশায়,
আবরু যেখানে করে আর্তনাদ পায়ের তলায়;
বিনাশ মুচকি হাসে,- সর্বনাশা করে সর্বগ্রাস।


(প্রেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+১০)