ভুলে যারে মন ভুলে যা সবকিছু,
হৃদয়ের ক্ষত, পাঁজরের ব্যথা
অবহেলা আর বঞ্চনা যাহা আছে
বাঁচতে দে মন মৃত্যুর পিছু পিছু।
কাঁটা হেরি তবু পরায় ফুলের মালা,
ছেড়ে যাবে ঠিকই রেখে যাবে দাগা
মন কাঁদে তবু ভালবাসিবার তরে।
হে মালিক তব একি নিদারুণ খেলা।
চলে যারে মন চলে যা দেশান্তর,
মায়ার বাঁধন, শোণিতের টান,
শিকলে শিকলে বাঁধা যতকিছু আছে,
তোর লাগি কাঁদে কাঁদুক নিরন্তর।
কাজল চোখের কসম লাগিল তোর,
ফের যদি দেখি তার গলিপথে
ছলিয়া যীশুর মেলা,
পঞ্জর থেকে ছুঁড়ে ফেলে দেব মানবোনা হাতজোড়।
দেখে যারে মন দেখে যা নিভৃতে,
জীবনের সাথে মৃত্যুর খেলা,
নিয়তির কাছে মানুষের পরাজয়।
দেখে যা নীরব, নিঝুম আরশিতে।
কাঁদিসনা মন যে গেছে সে চলে যাক,
চেয়ে দেখ নীল আকাশে সাদার ছবি,
চেয়ে দেখ নদে রবি-জল করে খেলা,
তোদের কাহন সেথায় মুক্তি পাক।