যত সব- ভয়কাতুরে থাকিস না আর মুখ লুকিয়ে,
কেড়ে নে- জীবন বীণা মরবি কি সব অক্কা পেয়ে!
কে আছিস- করবে বরণ অগ্নি সমান যন্ত্রণাকে,
মুছে ফেল- নাম শোষকের, সঞ্চিত সব বঞ্চনাকে।
হাঁক তোল তোলরে চিবুক,
বোবা সব গর্জে উঠুক,
ঢেউ যাক উজান পানে-
নাও ভিড়া গুনের টানে।
পারাবার- ঢেউ তুলিবে হানবে নিনাদ তীব্র বানে,
তবুও- বাঁধবো এ বুক দিগ্বিজয়ে, ঝড় তুফানে।
ক্ষমতার- দম্ভ যখন চূর্ণ হবে এই মাটিতে;
গাড়িব- মুক্তি কেতন জয়োল্লাসের সেই প্রভাতে।
কষে ধর মুষ্ঠি রে তোর,
ছোট স্বর হয় যেন শোর!
তুলে ধর আকাশ পানে-
কথা বল রবির সনে।
পাষাণের- ভিত ভাঙিবে উঠবে কেঁপে থরথরিয়ে,
মশালের- অগ্নিশিখা ছড়িয়ে যাবে দিগ্বলয়ে,
বিজয়ের- জয়ধ্বনি উঠবে বেজে ঢাল কৃপাণে,
হে মালিক- হীন অধমের এই দোয়া কবুল করে নে!
হে মালিক- হীন অধমের এই দোয়া কবুল করে নে!
……