ভৈরব কিনারে বসি, বেঁধেছিনু আসা,
জল হতো যদি এই বিষাদের ভাষা!
বয়ে যেত বহুদূরে স্রোতস্বিনী সম!
কমে যেতো ভার যত মনোগত মম!
শেওলারা মেখে নিয়ে নয়ন নীহার;
দিবালোকে ঝলকাতো আহা! কি বাহার!
স্মৃতিপটে যত কথা স্বরলিপি হয়ে;
মাঝিদের গীতি হয়ে ভেসে যেতো বায়ে!
মনে পড়ে সদা সেই তটিনীর রূপ,
জলপরে ভাসমান নীলিমা সরূপ।
আজও বয় ভৈরব হারানো রতন,
আমি শুধু আমি নই আগের মতন।
সময়ের প্রতিযোগে হায়! কে বা কার!
তোমারেই পড়ে মনে, নও ভুলিবার।
(আধুনিক সনেট
অন্ত্যমিলঃ কক খখ গগ ঘঘ ঙঙ চচ ছছ)