ভাদরে বরষা ঝরে মেহ ঘন ঘন,
সঘন চাদর ওড়ে গুরু গুরু ধুনে,
সাদরে কদরি বারি ঝরে পুনেঃ পুনেঃ,
ক্ষণে ক্ষণে মৃদু বায়ু রচে রসায়ন।
গগন মগন, হেরি সাদা কাশবন,
শারদ গরদ মেলি দোলে নিত-কনে,
জরদ চাঁদের প্রভা নিয়ত ভাবুনে,
ছা‌তিম সুরভী করে যা‌মিনী যাপন।

সফেদ শেফালি তার  মন ফঙ্গ-বেনে -
কানে কানে কহে কথা নিশীথে নিভৃতে।
মেঘে মেঘে মেহময় এমন লগনে;
ভাদর সাদরে এলো বারি বরখতে।
শারদ নীরদে ভেসে এলো মধুবনে
জরদা জারুল ফুলে পরশন দিতে।


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, অক্ষর বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )


শব্দ ব্যাখ্যাঃ
নিত-কনে > বিবাহকালে যে সখী বা ছোট মেয়ে কনের সঙ্গে থাকে
চাঁদের প্রভা > হলুদ চন্দ্রপ্রভা ফুল
ফঙ্গ-বেনে > ঠুনকো, সহজেই ভেঙে যায় এমন
জরদা > পীত বা জাফরানী হলুদ বর্ণ