একটা নীরব ধ্বংস, মন্দ্রিত নিভৃতে,
বুকের গহিন রন্ধ্রে, দৃপ্ত হাহাকার,
মুষ্টি-বদ্ধ আর্তনাদে, স্তম্ভিত চিৎকার,
নিভছে কোথাও অগ্নি, ক্রন্দন-সঙ্গীতে।
একটা বাঁচার স্বপ্ন, যজ্ঞ-কুণ্ডে দিতে,-
তীক্ষ্ণ থাবার উদ্ঘাতে,- উল্লাসী দরবার।
দুর্বাসনার দ্বৈরথে, যুদ্ধ বারংবার,-
প্রজ্জ্বলিত অগ্নিবাণে, আত্মাহুতি নিতে।
নগ্ন তব পর্চা দেখি, স্পর্ধিত গর্জনে,
চিত্ত তব প্রবঞ্চনা, বাঞ্ছাটা সংহারী,
নিত্য কর ছল-চাতুরি, কী-আছে অর্জনে?(!)
ভাবছো বিষের বৃক্ষ, স্বর্গীয় মান্দারি!
ছিন্ন হবে ভিত্তি তব, ঝঞ্ঝার ঘূর্ণনে,
ভাঙ্গবে তোমার দর্প,- নব্য দর্পহারী।
শব্দ ব্যাখ্যাঃ
দুর্বাসনা > যে ইচ্ছা পূরণ করা যায় না
দ্বৈরথ > সম্মুখ সমরে যুদ্ধ
মান্দারি > স্বর্গীয় বৃক্ষ জাতীয়
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)