আড়ম্বরে ভূ-কাঁপুনি ভাজুনি আলগা;
ঘুম-ঘোরে শয্যা-পরে ভূতের দেয়ালা,
কূট-কর্মে সবাকার ভরতি পেয়ালা;-
সিদ্ধ-যোগী যজ্ঞ দিলে সোনায় সোহাগা।
ভাগশেষ ঝাণ্ডা তোলে ভাগের অভাগা,
কৌটা ভরে ফাউ দিয়ে করে ফয়সালা।
রুটি হলো খান-খান সে কট-কবালা,-
ঠক বাছা সপিনাতে উজাড় হলো গাঁ।
(ঝরা হলো ধান্য যত; কি করি উপায়!)
পেতে লাভ – যেতে লাভ, বিকিকিনি কথা;
ভগা থাক ভূত হয়ে, ভব-গান গায়।
আরো চাই, খায়-খায়, রাঁধুনী ডরায়;
আখেরে না এঁটো পাত - রাঁধুনী কুড়ায়!
রুটি, হাল, স্বাধীনতা সবই অযথা!
শব্দ ব্যাখ্যা:
ভূত > অতীত অর্থে
দেয়ালা > স্বপ্নের ঘোরে শিশুর হাসি-কান্না
কট-কবালা > শর্তযুক্ত দলিল
সপিনা > সমন
ঝরা > ধান গাছের মতো দেখতে আগাছা
হাল > লাঙল
( পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )