সময়ের চৌক পাথরের পরে পাথরের চাঁই,
চারপাশে দেওয়াল থরেবিথরে আপনি গাঁথিয়া যায়,
মাঝখানে আমার কনফুসিয়াস দৃষ্টি; খাদ্যের সাথে প্রেমের মেল খুঁজে যায়,
আমি আছি! না কি নাই!
ফ্রিজে রাখা ভালোবাসা; থাকে তরতাজা, তারা পায় যখন খুশি চাই-
এই আধুনিক সভ্যতায়।
আমার নোনা ধরা এঁদো ঘরে টিমটিমে আলো,
কি বা দিন, কি-ই-বা রাত, বোঝা যায় না ভালো।
জীবন্ত প্রেম, এ-চাল থেকে ও-ডালে,
কঙ্কাল সঞ্চয়; বেচারা কাতর তাকিয়ে রয়, তারে কেনা যায় না ভালে।
আমি হন্নে হয়ে খুঁজি, সে অন্য কিছু চায়,
কানার ভাগ্যে মিলিবে কি আর কড়ি! কেবলই দূরে সরিয়া যায়।
সাধ জাগে মনে, সিন্ধু সেঁচে যত কড়ি কুড়ায়,
ক্ষণেক ভাবি, ঘটি লয়ে কি সিন্ধু সেঁচা যায়!
জ্বলজ্বলে জোনাকি পোকারা একরাশ আলো ঢেলে যায়, আমারই আঙিনায়,
অন্ধ কাঙালের মতো দু-হাত পেতে,,, আলো চায়, আলো চায়,,,