মেহ-ঘন গগনেতে বিজলী প্রকাণ্ড
ঘন-ছায়ে ঝলকিল অমল সে কান্তি-
প্রকাশিল খাঁটি-রূপে আঁখি-পট-ভ্রান্তি,
উতরোল ধারা-জল না থামে দু-দণ্ড!
হেরি বারি বরষণ নাচিল শিখণ্ড-
বন-ফুলে অবিরত ঝরে বরখান্তি
ধারা-জলে মন-তলে ঘুচিল অশান্তি
ঝড়ো-বায় বীথিকায় সাপট প্রচণ্ড।

ঝড়-সনে হিয়া ধরি স্মৃতি খরশান-
দিশাহীন ভেসে চলে ভগ্ন এ কিশতি;
ঝুম তালে জাগরিত ক্ষতের নিশান।
বেদুইন ভরে নেয় জলহীন ভিস্তি,
এলো-মেলো কথা কয় অন্দর-বাহিরে-
ঝর ঝর ধারা ঝরে বন্দনা গাহি রে,,,


( মিলটনিক, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব-বিন্যাস: ৮+৬ )