বৃষ্টি নামবে না আজ, দুপুরের রোদে জ্বলা বিকেলের বেলা-
কানে কানে বলে শুনি, ওপাশে তোমার নাকি মেঘলা শহর!
রূপকের কাঁথা ঝেড়ে আলো-ছায়া কথা বলে সারাটা প্রহর,
ভেজাতে তিয়াসী ঠোঁট- হাওয়ারা এনেছে শত মেঘের কাফেলা।

এপাশে তুলোর মেঘ - কিশোরীর রুক্ষ চুল - করে অবহেলা,
অলস বেদনা যতো পিচগলা রাজপথে – পিপাসা কাতর!
পাশাপাশি দু-শহর, তবুও কোথাও যেন সুদূর অন্তর,-
একপাশে পোড়া রোদ, একপাশে খেলা করে মেহঘন ভেলা।

টেরাকোটা অবয়বে ওয়াল শোকেজে রাখা - শব্দহীন তুমি,
মানুষের ভিড় ঠেলে সত্তা খুঁজি বার বার - উৎসহীন আমি।

তোমার ছাদের পরে নুয়ে পড়া আকাশকে খুব অনায়াসে-
করে দিতে পারো মানা, এপাশে নগণ্য আমি সবুজ ডানায়,-
আকাশকে ছোঁবে বলে বনসাই শিকড়কে প্লাবনে ভাসায়।
রাতের পতঙ্গ আমি পুড়ে যায় চুপিসারে - আলো ভালোবেসে।



(ফরাসি সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৮+৬)