পর লোভে নিন্দা তব, হার আপনারে;
সুযোগের তরে করো উপকার যত,
আপনারে বিকায়েছ বেসাতির মতো,
স্বার্থটি না সিদ্ধি হ’লে, দোষারোপ তারে।
বদ্যি-দাবাই-পোষণ কত উপচারে!-
স্বীয় পাল্লা ভারি যত করো অধিগত।
শৈল-শিখরে লোলুপ আবেশ সন্তত,-
স্বীয় আর্শি অন্যে হেরি, হান অপচারে।

এই কি চরিত তব, আত্মবাদী সম!
প্রেম-প্রীতি-দান যার মূল্য নাহি হয়;
ত্রুটি নয় অপরের, আপনারে ক্ষম;
মানবিক যেন হয় তব পরিচয়।
আপন-বিচার হ’লে বণ্টন সুষম;
আলোয় উঠিবে ভরি মনের আলয়।


শব্দ ব্যাখ্যা:
বেসাতি > পণ্য
অপচার > অনুচিত আচরণ
সন্তত > বহুদূর গামী
উপচার > সেবা


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )