অন্যের ধনে করিছ বাহাদুরি তুমি,
ক্ষণেক বাদে; যা হবে আরেকজনার,
পাওনা-দেনা রাখে না হিসেব সংসার!
ভায়া! তুমি তো কেবল জন্ম-মৃত্যু খামি।
দম্ভ তব ঊর্দ্ধ-চুম্বী, সর্ব বৃহৎ “আমি”
হেয়, অবজ্ঞে; প্রমোদ তব নিত্যকার,
পণ্ডিত সেজে ঠকাও সবে নির্বিকার,
বন্ধ চোখে দেখিবেনা, প্রজ্বলিত টেমি।

পাণ্ডুলিপি ব্যাখ্যা তব কল্লোলিত কণ্ঠে,
নিজ খাতা পূর্ণ সেথা কালকূট আর-
দর্পে, আমার, আমার, শুধুই অকুণ্ঠে!
স্বার্থ, অহং ত্যাগী প্রেম দাও উপহার,
আমাদের নীড় বাঁধা আছে ভাসা কাষ্ঠে
এ ভবে কিবা আমার! কি-ই-বা তোমার!


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, অক্ষর বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )