নাগরিক আলো আজ শহর ভাসায়;
সবটুকু রাত যেন আমার টেরেসে।
জানালা গলিয়ে কিছু জোনাকিরা এসে-
অগোছালো বিছানাটা ছুঁয়ে দিতে চায়।
শুন-শান রাজপথ অঘোরে ঘুমায়,
মুখরতা সিগন্যালে আছে যেন ফেঁসে।
সারি সারি আলোগুলো খুব ভালবেসে-
আগন্তুক কারে যেন ডাকে ইশারায়!
পথ-ভুলে দেখা যতো হতাশ স্বপন,
আমার শহরে করে নিশীথ যাপন।
ঘুম-ঘোর জনহীন শহরের পথে-
ধোঁয়া ধোঁয়া হ্যালোজেনে ভিজিয়ে আস্তীন-
কে যেন চলেছে একা বিভীষিকা হাতে,
আমার আমিকে দেখি- এই আমিহীন।
(ফরাসী সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)