আমার গায়ের ছেঁড়া জামাটা- প্রাচীরে,
পোস্টারে-পোস্টারে। ভুখা উদরের শিখা,-
ফটোগ্রাফিতে - ঝুলছে বিশ্ব দরবারে;
কখনো বা কোন নামী কবিদের লেখা!

প্রান্তিকে থাকি অঙ্কিত,- দারিদ্রতা রেখা,
আকাশ কাঁপানো আমি ভাষণের তেজ;
আমার বুকের শীর্ণ হাড়ের প্রশাখা-
প্রখ্যাত কোন শিল্পীর; শিল্পতে সতেজ।

জোয়ারের বানে ভাসে বৃদ্ধির আমেজ,
বেচারা ভাগ্য আমার কেবলি ভাটায়!
অমরত্বের আসন তোমার জায়েজ,-
প্রতি পালাতেই আমি কলমে - খাতায়।

দল বদলের খেলা কখনো বা জোট;
পরিশেষে আমি শুধু একখানা ভোট!



(স্পেনসেরিয়ান সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)