আসুক তোমার ঘরে আবার আঁধার!
প্রদীপের শিখা হয়ে ক্ষয়ে ক্ষয়ে যাবো;
পথ ভাগ হয়, হোক, আবার হারাবো,-
চলো মোরা ফিরে যাই শুরুতে আবার!
নাহয় পেয়েছি তাই, যা ছিল পাবার,-
না পাওয়ার রঙে ন’য় ‘একাকী’ রাঙাবো!
সুধার পেয়ালা ন’য় গরলে ভরিব,
পেয়ালা উপচে দিতে এসো পুনর্বার!
মধুপের আজীবন সাধনা অপার,-
রাণীর ছোঁয়াই যদি মরণও আসে;
ধৃতি নিয়ে মরে যাবে তারে ভালোবেসে।
তোমার গলিতে থেমে আরো একবার-
হৃদয়ের চিতা যদি জ্বলে ওঠে শেষে;
জেনো, আমি পুড়ে যেতে - আসি বার বার।
শব্দ ব্যাখ্যা:
ধৃতি > সন্তোষ অর্থে
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)