তার অনুভূতি, তার প্রত্যাশা, অভিমান, পছন্দ,
এমনকি কান্নাটাও আমারই ছিল।
অসভ্য যুগের আদিম প্রেমে ছিলাম সে আমি এক,
সভ্য বিভেদের লেশ যেখানে ছিলনা।
তবুও, কোথাও যেন মচকে যাবার ভয়,
সাধু লোকের মন্দ কথার ভয়,
ছুঁতে গিয়েও হাত গুটিয়ে পিছিয়ে আসা; কিছুটা-
তপ্ত হাওয়াই শ্রান্তি পাবার ছলনার মতো।
কারণ-
তার স্বপ্নটাই কেমন জানি,,,
কাঁচের ভিতে ইটের প্রাচীরের মতো।
সেটা আমার করে নিতে পারিনা,
সে সাধ্য আমার নেই-
সে উচিতও নয়।
হতে পারে আমি হয়তো ঠিক তেমন করে তার নই,
যেমন করে সে আমার।
তবে যুগের সাথে সে মানানসই বেশ,
ঠিকই একটা পাথরের শক্ত ভিত খুঁজে নিয়ে
সত্য থেকে নিজেকে আলাদা করে
অলীকের সাথে সন্ধি করে নিয়েছে।
পিছু ডাক অগ্রাহ্য করে জীবন
বয়ে চলেছে স্রোতস্বিনী ভরা নদীর সাথে।
আমি আজও পলকা কাঁচের মসৃণ
স্বচ্ছতাটুকু সম্বল করে নির্ভীক লাগাম কষে ধরেছি
কোন আঘাতে নিঃশেষ হবার নয়তো বিজয়ের।