ঘামে ভেজা ন্যাপকিনে দুপুরের বেলা,
কুড়িয়ে নিয়েছি যতো তোমাদের দান,
এ্যাশট্রেতে জমে থাক যতো অভিমান;
কুড়িয়ে নিলাম আরো একা সাঁঝবেলা।
স্যাঁতসেঁতে চোখে করে সূর্য অবহেলা,
শৈবালে খুঁজিছে প্রাণ - প্লাবিত জীবন,
বেনামী শেষের দান - জ্বলে অনির্বাণ;
বেলা শেষে তুলে নেয়া অমার অবেলা।

সাঁওতালি বাঁশির সুরে এখনো উতলা;
লাজে রাঙা কিশোরীর প্রথম যৌবন।
ভ্রমর রেখেছে খোঁজ ফুলের কখন!
ঝরে যায় পথে, কভু, - অপরের মালা।
তবে যদি এই হয় বিধির বিধান;
এখানেই শেষ হোক- নাটকের পালা।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)