যোগ্য নিজে, মুখে ছোঁড়া সাধুর বচন,
কদাপি বা ঝেড়ে মারো; বাণী-স্মরণীয়,
তাবড় যশস্বী তব অনুকরণীয়,
দিবাশেষে আরশীতে কলিল কাঁচন!
দুখে দুখ, সুখে হাসি, সদয় পাঁচন,
গুপ্ত অভিসন্ধি পরে ঢাকা উত্তরীয়,
মুখের আদলে মুখ সে অবর্ণনীয়!
ঢেঁড়ির তালে কীর্তন খেমটা নাচন।

ষোলকলা শেষে বহ্নি আর জ্বলবেনা;
ভাবছো তুমি অমর! মন্ত্র শেষ হ’লে;-
দেখবে তথা তোমায় কেউ শুনবেনা।
যুবক, শোন আবার, ভুলিওনা ছলে,
চিনে নাও সত্যাসত্য, তব বালাখানা,
বিবেক কে বাঁধিয়োনা হুকুম তামিলে।


শব্দ ব্যাখ্যা:
কলিল > ভেজাল
কাঁচন > সোনা


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )