হে উন্মত্ত আগন্তুক, এই বৈরী বায়ু কেড়ে নেবে-
সজীবতার আর্দ্রতা, বিষ ঢেলে দেবে তব চিত্তে;
অমলিন পৃথিবীর - স্বপ্ন-নিশান পুড়িয়ে দেবে;
ঢেলে দেবে ঈর্ষা-মসি ক্ষুরধার বিদ্রোহী-উন্মত্তে।

সে হাসি তিরস্কারিবে, রুধিবে তব বিক্ষোভী-ধারা; -
যে অট্টহাসির নিচে, হামাগুড়ি - মৃত্তিকার লজ্জা।
উবু হয়ে পড়ে থাকা - যত প্রতিবাদী কবিতারা-
তোমার বিষণ্ণতায় বিছিয়ে ‍দেবে কুসুম-সজ্জা।

তব মুষ্ঠি-ভরা ক্রোধ যদি ধৈর্য করে অতিক্রম; -
মুক্ত আকাশের পানে গর্জনে সবাক হয়ে যায়;
জেনে রেখো আগন্তুক, সে আগুন পোড়াবে অভ্রম,-
দর্পী অসুরের বেদী, তীব্র কণ্ঠে ছিনাও বিজয়!

অশ্রুতে ভেজাও কণ্ঠ, ওষ্ঠে ধরো বিপ্লবী শ্লোগান,
অধিকারে তোল মুখ, পোড়াও অসুর-তপ-বন।



(শেক্সপিয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+১০)