দুপুরটা নির্বাসিত বিকেলের ছায়ে;
একা চিল খুঁজে নেয় চিরচেনা ঠাঁয়,
আঁধার ঘনিয়ে আসে ভীরু পায়ে পায়ে;
জোনাকিরা রাজপথে আলোক বিকায়।
এ রাতেও খুন হবে প্রতিবাদী এক,
এ রাতেও ঝরে যাবে আরেকটি ফুল,
আরেকটি বুনো-বীজ খুলছে কোরক,
একূলটা দেখে ঠাঁয় - ভাঙছে ওকূল।
চুরি হয় বেড়ে ওঠা, বিকেল বিলীন,
গতকাল সকালটা আজ থেকে ভাল,
বাঁশিওয়ালা নিয়ে যাবে আগামীর দিন;
পড়ে র’বে এই পারে মসি মাখা কালো।
পুরনোটা দিয়ে যাক বাঁচার নির্যাস;
সবুজটা ভাল থাক, ছড়াক প্রভাস।
(শেক্সপিয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)