শত শত পারাবার পাড়ি দিয়ে এসে,
ডুবেছে কাফির ঐ - মখমুর নয়নে।
বনেদি-র কাছ থেকে পথ-দিশা এনে,
পথ-হারা মুসাফির; কি যেন তাবাসে।
ধরেছ চিতিয়ে দিয়ে বীর-বর বেশে;
দমে ভরা স্ফীত বুক; - কাতিল তুফানে।
হে কাফির! আজ কেন সে বুকের কোণে;
বাতাসের ভরটাও ভারি হয়ে আসে!
সোনালী প্রভাতে যেথা বেঁধেছ ইরাদা,
জড়াবে রানীর গায়ে সবুজ বসন,-
ঝালর-কিনারে সেথা ব্যথার কশিদা।
যেখানে জমান রাশি করেছ বপন;
সেথা ঘন কাশ-বন ফুলে ফুলে সাদা,
কিছুই ফেরেনা তার কেবলি স্বপন!
শব্দ ব্যাখ্যাঃ
মখমুর > নেশাতুর
বনেদি > ভিত্তি/মূল
বীরবর > শ্রেষ্ঠ বীর
ইরাদা > সংকল্প অর্থে
কশিদা > কাপড়ে ফুল তোলা নকশা/Embroidery
(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)