সকালের সোনা রোদ এক দানা হিমে;
আবডালে, আবছায়ে, নীরবে মিলায়।
নিত্য ধর্ষণ, আখ্যান রচে না এ ভূমে,
নিয়ত গোপিত লুট; কাল দেখে যায়।

মধুকর মধু লোটে, রজ মাখে গায়,
মর্দানি মতিতে অলি, গ্লানি মাখে পায়।
প্রজাপতি প্রেমছলে, ব্যথা হেনে যায়,
সমীরণ গন্ধ লুটে সুবাস ছড়ায়।

বেদিমূলে আপনারে করে সে বিলীন-
দেবতার পদতলে পরশ বুলায়।
প্রণয় প্রতীক হয়ে প্রেমেতে নিলীন,
বিলায়ে আপন রজ রজতে লুটায়।

ফুল ফোটে রোজ রাতে, রোজ ঝরে যায়,
লুট হয়ে অকাতরে আবরু বিলায়।



( শেক্সপিয়ারীয়, অক্ষরবুত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখকখ : গঘগঘ : ঙচঙচ : ছছ )