বরষার জল শুধু দেয়না জীবন;
কদাপি সে বয়ে আনে মরণ প্লাবন।
ভরে শুধু দেয় নাকো মেছুয়ার হাড়ি;
মেছুনীকে সওগাতে বিধবার শাড়ি।
শুধুই কি জলে ভেজে বীজের মুকুল;
ভেজেও তো জলে জলে আঁখির দুকূল।
বরষার গান শুধু নয় সুমধুরে;
কভুও সে বেজে ওঠে সকরুণ সুরে।
প্রকৃতির লীলা খেলা বোঝা বড়ো দায়,
কেউ পায় প্রাণ ফিরে, কেউ বা হারায়।
সময়ের সাথে চলে ললাটের খেলা,
বরষার সাথে তবু আমাদের চলা।
ক্ষোভ তবু ভুলে সুখ আসুক সবার,
বরষা বয়ে আনুক জীবন অপার।
(আধুনিক সনেট
অন্ত্যমিলঃ কক খখ গগ ঘঘ ঙঙ চচ ছছ)