বেলটের রাজনীতি কি দিল আমায়!
ওড়ে পতাকা; আজও প্রভাত স্বাধীন,
গোঁয়ার বুলেট কাড়ে আগামীর প্রাণ,
ধর্ম নিয়ে জুয়াচুরি রাজার সভায়;-
তবু, আযান শুনলে ভক্তি খুঁজে পায়।
কলঙ্ক করে ক্ষুধার মাশুল শোধন,
মদ্য পেয়ালায় শৌণ্ড খুঁজিছে জীবন,
কত গোলাপ আজও রক্ত স্নাত রয়।

কত প্রভাত অযথা চলে যায় দেখি;
সেই প্রভাতের তরে, প্রভাত আসেনা!
নিরাশায় নতমুখ দম্ভী সূর্যমুখী!
কলির আঁধারে খোঁজে বিবেক ঠিকানা;
নির্বাক, নিশ্চুপ আমি, এই শুধু লিখি।
বে-লাগাম অশ্ব; তার গন্তব্য অজানা।


শব্দ ব্যাখ্যা:
শৌণ্ড > মাতাল
শোধন > পরিশোধ করা


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘগ : ঘগঘ )