নিঃস্ব জননীর শাপ আমার মাথায়,
রোজরাতে বৃথা বেঁধে আশা ভরা বুক;-
এখনো সকাল দেখে বেকার যুবক।
অবিচারে ভাঙে নিব, তাই লিখে যায়।
এক বেনামী লেখক ফুলের পাতায়;-
বিদ্রোহ লিখে মেটায় বিবেকের ভুক।
বে-ওয়ারিশ শিশুর চোখের উল্মুক;-
আগুন জ্বেলে আমায় দগ্ধ করে যায়।

কম্পিত হবে সড়ক অশ্ব খুরে খুরে;
করপালে ঝলকাবে নব্য ইতিহাস,
অশ্রু শুকাবে, জীবন বরিবে অধ্যাস।
কাতর ঝাপসা চোখে স্বপ্ন দেবে ভরে,
এই আঁধারে জ্বলিবে অনন্ত প্রভাস।
আজো লিখে যায়, সেই আহূত-র তরে।


শব্দ ব্যাখ্যা:
উল্মুক > জ্বলন্ত কয়লা
অধ্যাস > উপবেশন


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘঘ : গঘগ )