নীল গগন আজ অশুভ ব্যাধিতে পড়েছে,
বিক্ষিপ্ত হচ্ছে অস্পষ্ট, মলিন বিবর্ণ প্রতিচ্ছায়া।
মস্ত আকাশ ছেয়ে যাচ্ছে,
আকস্মিক দৈবদূর্বিপাকে।
শঙ্খচিলেরা শঙ্খধ্বনি বাজাচ্ছে,
শঙ্খসুর পৌঁছে দিচ্ছে দিগন্তব্যাপী।
ঈশানকোণ থেকেও ভেসে আসছে,
ভয়াল কালো অমঙ্গল রেখা।
দুষ্পাঠ্য ছায়াময়,
জরাজীর্ণ,নিদারুন দূর্দশা!
মাঠ,স্রোতস্বিনী, মরুভূমি, সমুদ্দুর পাড়ি দিয়ে,
শঙ্খচিলেদের হাজারো প্রচেষ্টা,
দিগন্ত বিপরীতে পাড়ি জমানোর।
উড়ছে উড়ছে উড়ছে............
বিপর্যয় উপেক্ষিত করে,পলায়ন করবার।
ডানাগুলো ক্লান্ত হয়ে পড়েছে,
পারছে না নিজেকে শূন্যে বিচরন করাতে।
যে দিগন্তে তারা মুক্ত স্বাধীনভাবে খেলা করত,
সেখানেই তারা রুদ্ধ শক্তিহীন।
খোলা আকাশের গভীরতাকে অন্ধভাবে বিশ্বাস করে,
বিস্তীর্ণতার ফাঁদে পা বাড়িয়ে প্রতারিত হয়েছে।
আজ তারা নিঃসহায় অধিকারহীন।

১৪/০৪/২১