শব্দ!!
মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর অনুরণনে আকর্ষিত শব্দ,
হৃদয়গর্ভে নিয়ে আসে কোলাহলহীন ভোর।
নিকষ কালো অন্ধকারে শব্দগুলো,
হয়ে উঠে তীব্রতর।
দূর হতে শব্দের মায়া নিস্তব্দে কর্ণকূহরে,
ইন্দ্রজাল বিস্তার করে।
আকাশগঙ্গা হতে ভেসে আসা শব্দগুলো,
শব্দহীনভাবে পতিত হয় পৃথিবীরাজ্যে।
প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শব্দের আকর্ষন,
আমায় নিয়ে টানাটানি করে হাজারো কল্পনায়।
মাঝেমধ্যে শব্দের ঘোর আমায় তৈরি করে,
ছন্নছাড়া প্রলেতারিয়েতের মতো।
হ্যালোজেন বৃষ্টির শব্দভেদী তীক্ষ্ণ ধনুক,
শব্দশূলে আঘাত হানে।
চারদিকের অজস্র শব্দের নির্ঝরিণী,
অবগাহন করায় রুদ্র-আনন্দে।

০৩/১০/২১