তুমি একবার ফিরে এসো এ শহরে,
তোমার প্রত্যাশায়,
বিবর্ণ পিচ ঢালা রাস্তাগুলোতে,
ছড়িয়ে পড়েছে রঙের ফোয়ারা।
মধ্যযুগের উঁচু উঁচু প্রাচীরগুলি,
নিজেকে পাল্টে দিয়েছে আধুনিকায়নের রূপ।
মেঘদলেদের বৃষ্টিবিন্দু অভিসন্ধি রচনা করছে,
ধারাস্নানে তোমায় অভ্যর্থনা জানাতে।
রাতের ধ্রুবতারারা তোমার জন্য আয়োজন করে রেখেছে,
নিত্যনতুন নক্ষত্রের আলোকসজ্জা।
জোনাকিরাও বলেছে ,
ওরা যোগদান করবে অবিচ্ছিন্ন জ্যােতির্ময়তা নিয়ে।
একবার ফিরে এসে দেখ -
তোমার পদধ্বনিতে বেজে উঠবে,
হাজারো মিউজিশিয়ানের ভায়োলিন।
তুমি ফিরে এলে অর্কিডের সৌরভে,
ভারি ভারি শব্দালঙ্কারে-
তোমায় প্রেমের নিবেদন জানাব।
এই শহর যদি তোমায় একবার স্পর্শ করতে পারত
আমিও যদি তোমায় একটিবার স্পর্শ করতে পারতাম,
বিশ্বাস করো বসন্ত না থাকা সত্ত্বেও,
বাতাসে প্রেমের জোয়ার পৌঁছে দিতাম।
প্রতিবছরের মতো এই শহর তোমায় অপেক্ষায় চেয়ে থাকে,
বারটি বছর কেটে গেল,
কিন্তু এ শহর তোমাকে আর কাছে ফিরে পায় না।
আর আমার কথা ভাবছ !
আমি না হয় মনশ্চক্ষু দিয়ে,
কল্পনার মানসচিত্রে তোমায় ফিরে পেলাম।
২৪/০৪/২১