বিকেলের অন্তিম তিথিতে,
অসীম নীলাভ্র আকাশটাতে,
একটি নীল রঙের ঘুড়ি,
সমগ্র নীলিমার একাংশ অঞ্চল বিস্তার করে,
দিকবিদিক উড়ে বেড়াচ্ছে।
নীল ঘুড়িটি নীলাম্বরে,
একত্রে মিশে গিয়ে,
একাত্ত্বতা বোধ করছে।
দূর হতে খোলা আকাশের,
পরম মনোরমতা স্বচিত্তে উপভোগ করার,
পূর্ণ ব্যস্ততায় জড়িয়ে পড়েছে।
নির্মল মলয় বাতাসে,
তার অঙ্গ আজ স্পর্শিত করছে,
সীমাহীন আনন্দে।
গগনে সঞ্চরনশীল বাস্পরাশিগুলোর,
অদ্ভুত যাদুতে পাহাড়তুল্য,
যে প্রতিকৃতির নির্মাণ ঘটেছে,
ঘুড়িটি চাইছে সেই পাহাড়চূড়ায় আরোহন করতে।
তাকে যতই সু্যোগ দেয়া হচ্ছে,
নির্বোধ পাখির মতো,
উড়ে দূরান্তে পালানোর অভিপ্রায় করছে।
যখনই সে পালাতে উদ্ধ্যত হচ্ছে,
পরমুহূর্তেই লাটাইসুতোর নিষ্ঠুর পিছুটান,
তাকে বারবার গতিরোধ করছে।
অভিপ্রায়ের নেশায় মত্ত হয়ে,
হঠাৎ একটি বৃক্ষডালের সাথে নিজেকে জড়িয়ে,
সুতোর পিছুটান ছিন্ন করল।
শেষ পরিণতি সম্পর্কে অবগত না হয়েই,
ঘুড়িটি বিশাল নীলিমায় নিজেকে সমর্পন করল।
১৮/০৮/২০