আমি এক নেশায় আচ্ছন্ন হয়েছি,
এই নেশার কোনো পরিমান নেই।
নিকোটিনবিহীন এই নেশা।
কিন্তু প্রতিক্রিয়া ভয়ঙ্করী!
ন্যানোসেকেন্ডেই নেশাগ্রস্থ করতে সক্ষম।
আপাদমস্তক সম্মোহিত করে নেয় নিমিষেই।
ইহার মাদকতা বক্ষদেশ থেকে,
নদীর স্রোতের মতো,
উত্তাল ঢেউ খেলিয়ে প্রবাহিত হয়।
উঁচু উচুঁ ঢেউগুলোর সম্মুখে,
সবকিছুই অতলগভীরে তলিয়ে যায়।
এ মাদকতা কিসের?
প্রত্যেক মানুষ যেমন করে প্রেমে পড়ে,
আমিও কি সেই বোধে আবদ্ধ হলাম !
এই মাতালনেশার শাসনকর্তা একজনই।
যার অপরূপ শৈল্পিকতায়,
হৃদমঞ্চে শিল্পের ছোঁয়া বয়ে যায়।
যার ঘুঙুরের ধ্বনিতে,
অনুরাগের বিস্তার ঘটে।
অঙ্গুলির মুদ্রাভঙ্গিতে,
প্রলয় ঝংকারের সূচনা ঘটে।
টানা টানা চোখের দীপ্তিতে,
তীব্র মাতালতা শতগুনে ছড়িয়ে পড়ে।
শিল্পের ছোঁয়ায় সে হয়ে উঠে অনন্যা।
সে আমার অন্তর্দেশের প্রিয়তমা।
তার শিল্প আমাকে প্রেমে বিদ্ধ করেছে।
আর সে আমাকে প্রেম করতে শিখিয়েছে।
আমি উভয়কে ভালোবেসেছি,
সহস্রবার ভালোবাসব।

১০/১১/২০২০