কেনো
              ----------------
কবিতায় প্রতিবাদ হবে না,
------      এমন কখনো হয়?
কবিও তো এ সমাজের একজনা,
-------  সে লেখে তার ভাষায়।
মনের গড়ে আজ, হাজার কেনোর মিছিল।
  ----------উত্তর চাই, দাওনা খুলে খিল।।
ধর্ম কি এতোই ঠুনকো? ছুলেই নষ্ট হয়?
ধর্ম মানে কি উত্তেজনা? সহিষ্ণুতা নয়?
ধর্ম মানে কি রঙের খেলা? ভোটের বাক্সে বন্দি?
ধর্ম মানে কি বিষম জ্বালা? ধর্ষকের সাথে সন্ধি?
মানবধর্ম কোথায় আজ? লোক ঠকানোর দায়?
  ধর্ম মানেকি শুধুই শিকল? কি তার পরিচয়?
মানুষ কি আজ সভ্যপশু? কিসের ঘেরাটোপে?
বিষনখে আজ দিচ্ছে শান, কার অভিশাপে?

-------পার্থ গোপাল-------