একটি নদীর প্রেম
-------------------------
নদী হঠাৎ থমকে প্রশ্ন করে
    -----------এই মেয়ে?
সাগরের সাথে মিলতে হলে
--- যাব কোন পথ দিয়ে?
বুড়ো পাহাড়ের মাথায় বাঁধা
কি জানি? কার অভিশাপে?
যৌবনের ডাক এল আজ--
-----  সূর্যের দারুন তাপে।।
         নূপরের আওয়াজ যেমন  
--------বাজে তোর পায়ে।
     ছলাৎ ছলাৎ আওয়াজ তেমন
  --------আমার সারা গায়ে।।
রেগেই আগুন মেয়ের উত্তর--
যা পোড়ামূখী, হবে না দেখা।
এ সাগর শুধু আমার---
   ---- সে শুধু আমার সখা।।
খিলখিলিয়ে হাসে নদী --
-- বলে , "ওমা! একি কথা?"
তোর সাগর তোরই রবে ---
---- বুঝি তোর প্রেমের ব্যাথা।।
আমার সাগর নীলাম্বর ---
-- --  নোনা শরীর তার।
সিংহনিনাদ ছাড়ে সে,
--- পৌরষের অহংকার।।
মিলবে বলে আমার সাথে,
আছড়ে পড়ে পারে, বারেবারে।
তাকে ঠিক খুজে নেব,
-----------মাটির বুক চিরে।।
উজাড় করে দেব সব,
  ---- আমার যা আছে।
দুজনাতে মিলব মোরা,
--সেই মোহনার কাছে।।


পার্থ গোপাল
------++-------