ভালোবাসার রূপ
-------------------------
তুমি প্রশ্ন কর, " ভালোবাসার কি কোন রূপ আছে?
আমি বারে বারে বলি, "হাঁ, আছে।
ভালোবাসা অনেকটা জলের মত--
তাপ উত্তাপে -তার আকার নির্ভর করে।
ঝিনুকে ঢুকে যাওয়া কাঁকড়ের মত--
শরীরে বন্দি করে- ভালোবেসে মুক্তায় পরিনত করে।।
ভালোবাসা কখনও সূর্যের তেজের মত--
জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায় প্রানের উৎসগুলোকে।
কখনও ঝরে পড়া বৃিষ্টির মত--
ভালোবেসে মাটির বুকে আহ্বান জানায় নূতনকে।।
ভালোবাসা -পাগলের প্রলাপের মত--
বিড়বিড় করে ওই একই কথা বলে যায়, " শুধু তুমি আমার"।
ভালোবাসা ঝড়ের মত--
মেঘটাকে বয়ে নিয়ে বেড়ায়, দেশ হতে দেশান্তর।।
ভালোবাসা পাখির ডানার মত--
বাতাসে ভর করে উড়ে চলে, এ প্রান্ত থেকে ও প্রান্ত।
ভালোবাসা সমূদ্রের উত্তাল ঢেউয়ের মত--
দূরহতে ছুটে আসা ঢেউগুলো, পাড়ে ভেঙে - তবেই শান্ত।।
ভালোবাসা কখনও ঝরনার মত--
পাথরের আঘাতে শতছিন্ন হয়েও আবার নদীর আকার নেয়।
ভালোবাসা চতুর কোকিলের মত--
নিজের প্রেমের ঠিকানা রেখে আসে অন্যের বাসায়।।
ভালোবাসা শিশুর স্বপ্নের মত--
সারারাত খেলা করে পরীদের সাথে, ঘুমের ঘোরে।
ভালোবাসা, পাখির মিষ্টি আওয়জের মত--
জীবনের গান গেয়ে উঠে, কোন এক নূতন ভোরে।।

পার্থ গোপাল চক্রবর্ত্রী