আজগুবি
--------
শুনতে চাও জগুবাবুর আজব কান্ডকারখানা।
হাসি যদি পায় , হেসো, করব নাকো মানা।।
টেিথস্কোপের বদলে তার গলায় ঝুলে সাপ।
লোঁহার দন্ড মুখে গুজে,মাপেন দেহের তাপ।।
মাথা ব্যাথার রোগী এলে, মারেন মাথায় বাড়ি।
ফাটিয়ে মাথা,বাঁধেন সেথায় গোটা তিনেক শাড়ি।।
হাড় কাপুনি জ্বর নিয়ে , ভুলেও যদি কেউ আসে।
খালি পায়ে হাঁটতে বলেন, শিশির ভেজা ঘাসে।।
দাঁতের ব্যাথার রোগী এলে, দেখেন তাড়াতাড়ি।
উপড়ে নিতে দাঁতটি তার, গোড়ায় বাঁধেন দড়ি।।
গায়ের ব্যাথার রোগী যদি আসেন তার কাছে।
বেদম প্রহার করেন তিনি, টাঙিয়ে তাকে গাছে।।
পেটের ব্যমোর রোগীর প্রতি অগাধ দয়া তার।
না খাইয়ে থাকতে বলেন, মাস তিন-চার।।
এইভাবে চিকিৎসাতে বিশ্বখ্যাত হলেন।
অভিনব চিকিৎসায়, নোবেল প্রাইজ পেলেন।।
পার্থগোপাল চক্রবর্তী