প্রেম ও বাস্তব
------- ------
তুমি আর আগের মত ,
আমায় ভালবাসো না ।
আমায় দেখে আগের মত ,
খুশিতে মুখ জ্বলে না।।
সবই এখন নিয়ম বেঁধে,
পাশাপাশি চলাফেরা।
ভালোবাসা কখন যেন
চার দেওয়ালে পড়ল ধরা।।
বদ্ধ ঘরে ভালোবাসা,
দম বন্ধ এক চিলতে।
প্রেমের সেই ফাইলটাতে,
কখন যেন পড়ল ফিতে।।
গড়িয়া হাটের মোড়ে মোমো,
গঙ্গা পাড়ে ফুচকা খাওয়া।
গ্রীষ্মর সেই ভরদুপুরে,
পার্কে বসে গরম হাওয়া।।
প্রজাপতির মতো উড়তে তুমি,
হারিয়ে যেতে এদিক ওদিক।
তোমার কোলে মাথা রেখে,
স্বপ্ন ছিল অনেক অলীক।।
ঝিরঝিরে সেই বৃস্টি দিনে,
পাশাপাশি হেঁটে চলা।
কলেজ ফেরত পিঠে ব্যাগ,
বিকেল বেলা বই মেলা।।
কে যেন সেই নামী কবি?
বইমেলাতে হোলো দেখা।
তাকেই তুমি জোর করে,
শুনিয়েছিলে আমার লেখা।।
আমার তখন শক্ত চোয়াল,
কচি মুখে গোঁফের রেখা।
সুযোগের ফাঁকফোকরে,
তোমায় একটু ছুঁয়ে দেখা।।
লজ্জানত মুখখানি
আর বুকের সেই উঠানামা।
কখন যেন চুপসারে ,
আমার বুকে পড়তে জমা।।
খোলা পিঠে , খোলা চুলে-
জমে থাকা বিন্দু ঘাম।
তুমি তখন আমার রাধা,
আমি তোমার ঘনশ্যাম।।
বাড়ি ফিরে প্রেমের চিঠি,
লুকিয়ে রাখা বই এর মাঝে।
তোমার হাসি ভাসত চোখে,
মন ছিল না কোনো কাজে।।
ছোট বোনের খুনসুটি আর
দিদির কাছে গোপন কথা ।
সবাই তারা হারিয়ে গেল ,
বুকে এখন দারুন ব্যাথা।।
বাবা ফিরে দিতেন বকা ,
মায়ের সেই বায়নাক্কা ।
সংসারের দায়িত্বটা এবার
বুঝে নে না খোকা ।।
বিয়ে করে ঘরে এসে,
সংসার টা ভালবেসে,
দায়িত্বটা যেই নিলে ।
ভালোবেসে যারা ছিল,
এক এক করে গেলেন চলে-
তোমার হাতে ফেলে।।
এখন তোমার চুলে পাক, ঠাকুরঘরেই বাস ।
আমার জন্য তোমার কাছে,
নেইকো প্রেমের অবকাশ ।।
সারাদিনের কাজকর্ম ,
পাশে তুমি গভির রাতে।
ভালোবাসা হারিয়েছে,
সংসারের চোরা স্রোতে।।
পার্থ গোপাল চক্রবর্তী
-----------------------