জীবনপন্ঞ্জী
--------+---------
প্রথম বছর দুটি আমার,
মায়ের কোলে কাটে।
পুতুল খেলা শুরু, যখন
এলেম আমি আটে।।
এর মধ্যেই শুরু হলো,
পড়া পড়া খেলা।
স্কুলের বদ্ধ ঘরে ২০ বছর,
আমার দুপুর বেলা।।
হঠাৎ করে প্রেমও এলো,
চিন্তাও এলো মনে।
আর কিছু দিন হাতে আছে,
হতে হবে কনে।।
ঘটা করে বাড়ির সবাই,
দিলেন বার করে।
আমি তখন গৃহবধূ ,
অন্য কারো ঘরে।।
নূতন নূতন সম্পর্ক,
নূতন করে ভাবা।
ভুল হলে নেইকো মাপ,
সবাই রক্ত জবা।।
পান থেকে চূন খসলেই,
হিসেব দিতে হয়।
চল্লিশেও গিয়ে আমার,
কাটলো নাকো ভয়।।
সারাদিন ফাইফরমাশ,
প্রেম গিয়েছি ভূলে।
আস্তে আস্তে কখন যেন,
পাক ধরেছে চুলে।।
এরপরের গল্পটা ,
আমরা সবাই জানি।
অলসভাবে ঘরে বসে,
মৃত্যুর হাতছানি।।
চলার শক্তি রইবে না আর,
থাকব ঘরের কোনে।
ফালতু বলে সবাই তখন
ভাববে মনে মনে।।
আমার বলে ছিল যারা
কেউ রবে না সাথে।
দিনের বেলা ঘুমের ঘোরে
ঘুম আসে না রাতে।।
ঝাপসা আমার দৃষ্টি তখন,
কানেও কম শুনি।
কবে আমায় নিয়ে যাবে,
চীর-ঘুমের রানী।।
পার্থ গোপাল চক্রবর্তী