আমার মা
--------------

স্বর্গ রাজ ইন্দ্র বেটা
কোন কাজের নয়।
যুদ্ধের নাম শুনলে পরে
শুধুই মূর্ছা যায়।।
স্বর্গসূখ ভোগ করে সব
বীর পুরুষের দল।
মা কে আমার যুদ্ধে পাঠায়
করে নানান ছল।।
ভালো মন্দ পায় নে মা
অভাবের সংসারে।
স্বামী তার ভির্খা করে
লোকের দ্বারে দ্বারে।।
নন্দী ভিঙ্গী  দুজন আছে
সিদ্ধিতেই মগ্ন।
কৈলাশে মা বড্ড  একা
কেউ করে না যত্ন।।
বাপের বাড়ি আসছেন মা
ছেলেপুলের সাথে।
চার দিন তাই ঘুম রবে না
দিনে কিংবা রাতে।।
টুপ টুপ টুপ শিউলি ঝরে
সবুজ ঘাসের ফাঁকে।
ও মেয়ে তুই বরন কর
আমার দূর্গা মাকে।।
কাশফুলে আজ লাগল দোলা
ছুটির ঘন্টা বাজে।
আনন্দে মন মাতোয়ারা,
মন নেইকো কাজে।।
ডাকছে আকাশ, ডাকছে বাতাস
ধিতাং ধিতাং বোলে।
ঢাকের তালে কোমর দুলুক
সব দুঃখ ভুলে।।
                      
          পার্থ গোপাল চক্রবর্তী