এই মেয়ে
----+--+----
এই মেয়ে তুই রাগ করেছিস?-কি করেছি আমি?
মনের কোনে লুকিয়ে আছিস, শুধু জানেন অন্তর্যামী।।
সুখ-দুখের ফাঁকফোঁকরে, একটু ভালোলাগা।
তোর কথা ভেবে আমার রাতজাগা।।
ঘুমের দেশে সবাই যখন, আমি শুধু জেগে।
এমন করে তোর কথা কি, কেউ ভেবেছে আগে?
ইচ্ছেডানা দেনা মেলে, নীল আকাশের মাঝে।
যত্নে সাজাব তোকে, নিত্যনূতন সাজে।।
রঙিন ডানায় ভর করে তুই চলনা অচিনপথে।
ভয় কিরে তোর? বাতাস হয়ে চলব তোর সাথে।।
একপলকে অনেকদূরে, লাগবে নাকো ক্লান্তি।
আমার ছোয়ায়, তোর মনে- আনুক শান্তি।।

পার্থ গোপাল চক্রবর্তী