মেঘ কন্যা
-----------------

মেঘ বলল সূর্যটাকে " ঢের হয়েছে কাজ",
আমার বুকে বিস্টি আছে
পড়বে ঝরে আজ।

পাহাড় বলল "ও মেঘ তুমি
আমার কাছে এসো",
মাটী  নয়,নদী নয়,
আমাকেই ভালোবেসো।"

মেঘ বলল", ও পাহাড় আমি
যাবো কেমন করে?"
বাতাস বলল,  কেন রে মেঘ?
আমার পিঠে চড়ে।

কালো সেই মেঘ কন্যার
ঘুচল অভিমান,
আদর করে পাহাড়টাকে
করিয়ে দিল স্নান।

আদর শেষে এবার তার
ঘরে ফেরার পালা,
স্নিগ্ধ শিতল হবে বন,
মিটবে মাটীর জ্বালা।

মেঘের কান্না বৃস্টি হয়ে
ঝরবে মাটীর টানে,
জীবনের গান গাইবে পাখি
তারই আগমনে।

নরম হবে মাটীরর বুক
বাজবে প্রানের গান,
মরা নদী ফিরে পাবে
ভরা যৌবন।

টুপ টুপ টুপ গল্প হবে
সবুজ পাতার সাথে,
ঝিঁ ঝিঁরা সব গাইবে গান
তখন সনধ্যা রাতে।।

        পার্থ চক্রবরতি।
        ----------------