মোহনার কাছে
                  ------------------------
লজ্জানিবারনের তরে, একখানি শ্বেতবস্ত্র জড়ায়ে।
উঠিতে চাহি শুধু খালিহাতে, তব নায়ে।।
যা ভেবেছি মোর বলে, ছেড়েছি তাহা বহুআগে।
নিশিদিন তোর তরে, মোর আঁখি আজও জাগে।।
ধরিতে চেয়েছি যারে, লুকোচুরি খেলেছে বারেবারে।
ভিক্ষাপাত্র সঙ্গে করি, চাহিব শুধু ভালোবাসা তব দ্বারে।।
মোহনার সন্নিকটে, মিলনের পূর্বলগ্নে - শান্ত নদীটির ন্যায়।
নিজেকে করিব ব্যাপ্ত, আবেগের সহস্রধারায়।।
ভালোমন্দ যাহা আছে, সবকিছু তোর হউক-- আমি রব ভিক্ষুকের দলে।
একটুকরো বস্ত্রখানি, ছাড়িলাম নদীপাড়ে-- মাতৃগর্ভে ডুব দেব বলে।।

------------পার্থ------------