এইতো জীবন
             ------------------------
দেওয়া নেওয়ার খেলা ঘরে হারিয়ে গেছে মন।
কখন যেন চুপিসারে তোমার পদার্পন।
মনের প্রাচীর ভেঙে প্রবেশ করলে কেমন করে?
আমি ছিলাম আমার মত মনখারাপের জ্বরে।।
পুড়বে শরীর, রইবে আশা, স্বপ্নগুলোও জানি।
বেলাশেষে আবার এল বাঁচার হাতছানি।।
কাঁটাতারের বেড়া দিয়ে কি সীমানা বাঁধা যায়?
আকাশ বাতাস মানে কি সে বাঁধা ? কে তারে আটকায়?
কোন বাঁধনে বাঁধি এ মন? কোন সে মন্ত্রবলে?
হাজার কাজেও হারিয়ে যায়, আমায় একলা ফেলে।।
মাটির তাল ছাঁচে বাঁধে, পুড়ে সে বদলায়।
তোমার ঠোঁটের স্পর্শ পাবে, এইটুকু আশায়।
গাছের শিকড় ছড়িয়ে পড়ে, গভীর থেকে গভীরে।
ভালোবেসে মাটি সবটুকু দেয়, নিজেকে উজাড় করে।।
নাইবা হল তোমার বয়স, একুশ কিংবা কুড়ি।
নাইবা হলে তুমি কোন, "ডানাকাঁটা সুন্দরী"।।
সহজ সরল মুখে থাক, চাঁদের মত হাসি।
এই বয়সেও আমি শুধু, তোমায় ভালোবাসি।।

    পার্থ গোপাল