কবিতা - আমি প্রকৃতি
কবি - পার্থ গোপাল চক্রবর্তী
হে পুত্র আমার ! কি হয়েছে তোমার? এতো নিশ্চুপ ! --"মৃত্যুভয় "!
কোথায় আজ শ্রেষ্ঠত্বের অহংকার? লোভ লালসার বিশ্ব জয়?
সৃষ্টির শুরু হতে তোমার প্রয়োজনে উন্মুক্ত করেছি নিজেকে l
ধরা দিয়েছি তোমার কাছে, তিলে তিলে গড়েছি তোমাকে l
ভেবেছি তুমি শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে -" মানবতার বন্ধনে "l
ধিক তোমায়, ধিক তোমার লালসা কে, বাঁধতে পারো নি আমাকে "ভালোবাসার আলিঙ্গনে "l
দুর্বলের প্রতি তোমার আস্ফালন আর অত্যাচার, বিরক্ত করেছে আমায় l
তাই তুলে নিয়েছি অস্ত্র আজ- "আমি অসহায় "l
তো মারি বিষে বিষাক্ত আমি - "আমি নিরুপায় "l
শাসকের মুকুট পড়িয়েছি আমার শ্রেষ্ঠ সন্তানকে, "ভালোবেসে "l
কিন্তু তুমি? প্রতিমুহূর্তে লুপ্তপ্রায় করেছো আমার নিরীহ সন্তানদের অবলীলায়, "হেসে হেসে "l
আমার আজ এই প্রতিবাদ তাঁদের জন্য, আমি ভয়ঙ্কর মহাকাল l
সংশোধন করো নিজেকে, এটা শুধু সামান্য ইন্দ্রজাল ll
প্রতিজ্ঞা করো, আর ক্রূরতা নয়, ফিরিয়ে আনবে তাঁদের যারা অসহায় l
শ্রেষ্ঠ হবার নেশায় আর কেড়ে নেবে না কোন প্রাণ, অবলীলায় ll
আমি প্রকৃতি, আমি তোমারো মা, মুছিয়ে দেবো চোখের জল নির্দ্বিধায় l
তুমি আমার শ্রেষ্ঠ জীব, তোমাকে নিয়ে আমার বড় অহংকার l
সু সন্তান প্রমাণ না দিলে বারে বারে হবে এই বিচার ll