পল্টু কাকা সেলুনে এলেন চুল কাটবে বলে,
বোর্ডের ওপর ভিন্ন ছাঁটের দর তালিকা ঝোলে।
পঁচাত্তরে বাহুবলি, পঞ্চাশে সালমান
বরুণ ধাওয়ান একশ পঁচিশ-কাটতে যদি চান।
একশ টাকা পিকে কাটিং, দেড়শ অনুপম।
জ্ঞান ছিল না সিনেমাতে বাছল দামে কম।
কাটাপ্পা সস্তা ছিল, মাত্র তিরিশ টাকা।
অনেক ভেবে ওই ছাঁটটাই বাছলো পল্টু কাকা
ছটার সময় কাকার চোখে ঘুম আসলো তেড়ে
চোখ খুলতে আঁতকে বলে করলি ব্যাটা কিরে
কেবলা নাপিত হাসলে জোরে হাহা---হিহি
কাটাপ্পা যে টাকলা ছিল ফিলিম দেখেননি??