লোহার শিকলে বেঁধেছি তোমায়
সাজিয়েছি গৃহবধূ,
সমাজ বলছে স্বাধীন তুমি
আসলে স্লোগান শুধু।

শাঁখা সিঁদুরের নেশায় মাতিয়ে
বন্দী করেছি শর্তে,
তায় পতিদেবতা সবার উপর
তুলনা হয় না মর্ত্যে।

গন্ডি পেরোলে আওয়াজ তুলেছি
চরিত্রে দোষ নিশ্চয়,
ফিসফিস চলে এদিক-ওদিক
দিওনা মোটেও প্রশ্রয়।

তায় বাঁচার মত বাঁচতে হলে
ত্রিশূল ধরো হাতে,
সব নারী পুরুষ সমান সমান
জেনে যাক বজ্জাতে।।

      
          ------------------------