নারী তুমি
কখনো দেবী মঙ্গলময়ী, কখনো রুদ্র বিনাশিনী
কখনো মাতা বীর সন্তানের জননী
কখনো বা যমের দুয়ারে কাটা দেওয়া
ভাইয়ের রক্ষাকারি।
কখনো রাগী তেজস্বিনী, কখনো ত্যাগী,
কখনো তুমি অভিমানী, প্রেমময়ী,
কখনো আবার সমাজের কাছে
ভোগ বিলাসের পুণ্য রমণী।
নারী তুমি পুরুষ সমাজে
উপরে আমি, নিচে তুমি
ভুলে গেছি নারীর হিসাব
তোমার থেকে জন্ম আমি।।