মাগো তোমার কিসের এত অভিমান
কেন এমন মন খারাপ,
কিসের জন্য এত দুঃখ কষ্ট?
কিসের জন্য কাঁদে প্রাণ।
মা তুমি দাও না বলে আমায়
দুঃখ দেব উড়িয়ে,
সুখ দেবো যে তোমায়
মা আমি তোমারি ছেলে,
অন্য কারোর নয়।
ভুল যদি করি আমি
আমায় ক্ষমা করে দাও।
মা, তোমার জায়গা দেব না কাউকে
দেব না মায়ের ডাক
তুমি যদি না অভিমান করো
তাও এত কিসের রাগ।
মা, তুমি জন্ম দিয়েছো আমায়
তোমায় কি কষ্ট দিতে পারি,
কষ্ট দিলেও তোমার চোখে
সুখের বাতাস আনতে পারি।।